জমি কেনার BLRO mutation করছে না

আমি 2015 তে বিপুল কুন্ডু নামে এক ব্যাক্তির থেকে আট কাঠা জায়গা কিনি এবং রেজিস্টি ও হয় ৷ Internet serching report দেখেই এবং অনন্য কাগজ পত্র ঠিক আছে দেখেই জায়গা কিনেছিলাম , কিন্তু তারপর কিছু জমি মাফিয়া এসে আমাকে verbaly বলে জমিটা পাট্টার জমি এবং আমি যেন বিপুলের(জমি বিক্রেতা) থেকে টাকা ফেরৎ নিয়ে নি , এই অবস্হার আমি বিপুলের থেকে টাকা ফেরৎ চাই ৷ কিন্তু বিপুল বলে জমির কাগজ পত্র সব বৈধ অর্থাৎ টাকা ফেরতের কোনও প্রশ্নই নেই , এই অবস্থায় আমি BLRO অফিসে সব documents দিয়ে জায়গার mutation এর আবেদন করি , BLRO অফিসের Madam বলেন '"জমিটি নিয়ে কিছু রাজনৈতিক নেতার আপত্তি আছে , তাই mutation হবেনা " , ৷ এই কথা শোনার পর বিপুল ( জমি বিক্রেতা ) BLRO এবং ওই রাজনৈতিক নেতাদের against এ কোর্টে case করে ( প্রসঙ্গত জানাই , ওই plot no এ বিপুলেরও জায়গা আছে ) এবং কোর্ট থেকে ডিগ্রীর একটি কাগজ আমাকে দেয় এবং বলে আর কোনও ঝামেলা নেই এবং জায়গা টি boundary দিতে পরামর্শ দেয় ৷ কিন্তু বিগত 3/11/18 তারিখে দেখি Internet serching report এ বিপুল কুন্ডুর জায়গার কোনও উল্লেখ নেই ৷ আমি বিষয় টি বিপুল কে জানাই , ও তখন BLRO madam এর সঙ্গে দেখা করে জানতে চায় , কি কারনে serching report থেকে নামটি কেটে দেওয়া হল ? BLRO madam জানায় ওনার কাছে উপর মহল থেকে (DLRO) নির্দেশ এসেছে ৷ এখন আমার জমির মালিক পুনরায় BLRO এবং মেমারী পৌরসভার chairman এর against এ high court এ কেস করার প্রস্তুতি নিতে চলেছে ৷ এখন আমার প্রশ্ন 1. আমার কি করা উচিৎ ? 2. কিভাবে আমি আমার কেনা জমির বৈধ পরচা পাব অথবা বিক্রেতা (বিপুল কুন্ডু) র থেকে টাকা ফেরৎ পাব ? 3. বাংলা ভুমি serching report থেকে হঠাৎ করে কি কারও নাম বাদ দেওয়া যায় ?4. কোর্ট থেকে আমাদের fever এ পাওয়া decree কি BLRO অমান্য করতে পারে ?